Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যত্রিপুরা ই-রিস্কা শ্রমিক সংঘের ডেপুটেশন

ত্রিপুরা ই-রিস্কা শ্রমিক সংঘের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : ট্রাফিক কর্তৃক ইলেকট্রিক রিক্সা চালকদের হয়রানি বন্ধ করা, যাত্রী উঠানামার ক্ষেত্রে বটতলা, মোটর স্ট্যান্ড, রাধানগর সহ বিভিন্ন স্থানে সুযোগ দেওয়া সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার ত্রিপুরা ই-রিস্কা শ্রমিক সংঘের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ সুপারের নিকট ডেপুটেশান প্রদান করা হয়। এইদিন ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা রাজধানীর প্যারাডাইস চৌমুনি থেকে মিছিল করে এডিনগর ট্রাফিক পুলিশের সুপারের কার্যালয়ের সামনে যায়।

সেখান থেকে এক প্রতিনিধি দল ট্রাফিক পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ট্রাফিক পুলিশ সুপারের হাতে স্মারক লিপি তুলে দেন। ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের রাজ্য সাধারন সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ট্রাফিক পুলি কর্তৃক ইলেকট্রনিক রিক্সা চালকের হয়রানি মূলক ছবি তুলার মাধ্যমে জরিমানার আওতায় আনা বন্ধ করতে হবে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা, মোটর স্ট্যান্ড, রাধানগর সহ প্রতিটা পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে। আগরতলা শহর এবং শহরতলীতে যাত্রী উঠা নামার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দিতে হবে। যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেস-এর জরিমানা মুকুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা করা যাবে না। প্রতিটি পয়েন্টে ট্রাফিক কর্তৃক গরিব ই-রিক্সা শ্রমিকদের দীর্ঘ সময় আটকে রাখার প্রথা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!