Sunday, July 13, 2025
বাড়িরাজ্যবিরোধী দলনেতার মন্তব্যের তীব্র নিন্দা বর্ষণ করলেন প্রদেশ বিজেপি সভাপতি

বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র নিন্দা বর্ষণ করলেন প্রদেশ বিজেপি সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : সোমবার সংসদের দাঁড়িয়ে মিথ্যাচার কথাবার্তা বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর আচরণ সে সময় মোটেও সংসদীয় মর্যাদার সাথে মানানসই ছিল না। তিনি মিথ্যা কথা বলে নিজেকে জাহির করার চেষ্টা করেছেন। ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতার এ ধরনের ভূমিকার জন্য ধিক্কার জানায়। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

তিনি দলের পক্ষ থেকে দাবি জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যাতে দলের বরিষ্ঠ নেতৃত্ব শিক্ষা দেন কিভাবে সংসদীয় মর্যাদা রক্ষা করতে হয়। কারণ তিনি ২০০৪ সাল থেকে সাংবিধানিক পদে না থাকলে এমন অভাবনীয় আচরণ করে চলেছেন। এগুলি ভালো চোখে দেখছে না দেশবাসী। প্রদেশ সভাপতি আরো বলেন, গণতন্ত্রের পীঠ স্থান সংসদে দাঁড়িয়ে হিন্দুদের এভাবে চরম অপমান করা শোভা পায়নি রাহুল গান্ধীর। হিন্দুদের কংগ্রেস বরাবর অপমান করে আসছে বলে অভিযোগ তুলেন তিনি। উল্লেখ্য, সোমবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, “এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। বিজেপি হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!