Monday, May 19, 2025
বাড়িরাজ্যরাস্তা প্রশস্ত করার দাবিতে আগরতলা পুর নিগমে ডেপুটেশন

রাস্তা প্রশস্ত করার দাবিতে আগরতলা পুর নিগমে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : আগরতলা মোটর স্ট্যান্ড থেকে অভয়নগর হয়ে জিবি পর্যন্ত যাওয়ার রাস্তাটিকে প্রসস্ত করার দাবিকে সামনে রেখে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি ক্লাব অর্থাৎ নেতাজি ক্লাব, নিউ স্টার ক্লাব, ব্লাড সান ক্লাব, বর্ণালী সংঘ ক্লাব, শাইবা সংঘ ক্লাব যৌথভাবে একটি প্রতিলিপি তুলে দিল আগরতলা পুর নিগমের স্মার্ট সিটির কমিশনার শৈলেশ কুমার যাদবের কাছে।

দাবি সনদের প্রতিলিপি তুলে দেওয়ার পর পাঁচটি ক্লাবের প্রতিনিধিরা জানিয়েছেন, আগরতলা মোটর স্ট্যান্ড থেকে অভয়নগর হয়ে জিবি পর্যন্ত যাওয়ার রাস্তাটি অত্যন্ত সরু। এই রাস্তাটিকে জরুরি পরিষেবার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবার জন্য যাওয়া আসার ক্ষেত্রে এই পথটিকে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। যার কারনে এই রাস্তাটিকে প্রশস্ত করা অত্যন্ত প্রয়োজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!