Sunday, January 5, 2025
বাড়িরাজ্যগণ নোটিশ প্রদান করবে ত্রিপুরা জুট মিলের বঞ্চিতরা

গণ নোটিশ প্রদান করবে ত্রিপুরা জুট মিলের বঞ্চিতরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন :বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন। ২৯ জুন গণ নোটিশ প্রদান করবে ত্রিপুরা জুট মিলের ম্যানেজিং ডাইরেক্টরের কাছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমনি সিনহা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ১৯৯৬ সালে জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ত্রিপুরা জুট মিলের কর্মীদের বেতন ভাতা মিটিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

 বিগত বছর ৪ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩ জানুয়ারির মধ্যে ত্রিপুরা জুট মিলের কর্মীদের ন্যায্য প্রাপ্য আইন অনুযায়ী অর্থ মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু রাজ্যের জুট মিল কর্তৃপক্ষ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মেনে চার মাসের মধ্যে টাকা মিটিয়ে দিতে পারেনি কর্মীদের। তবে যতদূর খবর রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে জুট মিলের টাকা দেবে। এর জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। জুটমিল কর্তৃপক্ষ এই ২০ কোটি টাকা পেয়ে একটা অংশের শ্রমিকদের টাকা মিটিয়ে দিয়েছে। তারপর এর মধ্যে তাদের গ্রাচুইটি সহ অন্যান্য সুবিধা মিটিয়ে দেওয়া হয়নি। এবং এই টাকা শতাধিক জোট মিল কর্মীকে মিটিয়ে দিয়ে নোটিশ বোর্ডে নামের তালিকা প্রকাশ করেন না।

পুরোপুরি গোপনে এই টাকা ব্যাংক একাউন্টে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের জুটমিল কর্মীরা। তাই গত ২৩ জুন ডুকলি ব্লক হলে একটি সমাবেশের আয়োজন করা হয়। সেখান থেকে স্থির করা হয় আগামী ২৯ জুন জমায়েত হয়ে একটি করে নোটিশ জুট মিল কর্তৃপক্ষকে দেওয়া হবে। এই গণ নোটিশ জুট মিল ম্যানেজিং ডাইরেক্টরের হাতে তুলে দেওয়া হবে। এবং এর মধ্যে প্রশ্ন থাকবে কেন শ্বেতপত্র প্রকাশ করে নি? তিনি অন্যান্য শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনের নাম নেই এই আইনত টাকা পাবে তারা। এর জন্য সংযত না হলে বিকল্প কোন পথ খোলা নেই। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণ দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য