Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যবাংলাদেশ থেকে ত্রিপুরায় এসে প্রতারণার খপ্পরে পড়ল দম্পতি

বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসে প্রতারণার খপ্পরে পড়ল দম্পতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুন : গত ২০ জুন বাংলাদেশ চিটাগং থেকে স্বামী রাজীব কুমার দেবকে নিয়ে তার স্ত্রী মনিষা চৌধুরী চিকিৎসার জন্য কলকাতা যেতে ত্রিপুরাতে এসেছেন। ত্রিপুরাতে এসে বিলোনিয়ায় যাবার জন্য উদয়পুর ব্রক্ষাবাড়িতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি ইকো গাড়ি এসে তাদের দুইজনকে নিয়ে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ভাড়া হিসেবে দুইজন একশত টাকা দিয়ে দেন চালককে।

গাড়ি চালক তাদের বিলোনিয়া বনকর ঘাটে স্বামী – স্ত্রী কে গলা ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ করেন মনিষা চৌধুরী। যাবার সময় গাড়ি চালক তাদের কাছ থেকে বাংলাদেশের দশহাজার টাকা ও ভারতীয় ত্রিশ হাজার টাকা সহ আরও দুইশত টাকা নিয়ে গেছে গাড়ি চালক। তাই সমস্ত ঘটনা জানানোর জন্য উদয়পুর রাধা কিশোর পুর থানায় ছুটে আসেন। রবিবার রাধা কিশোর পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাংলাদেশ থেকে আগত মনিষা চৌধুরী। পুলিশ মামলা হাতে তদন্ত শুরু করেছে। বাংলাদেশ থেকে আসা স্বামী – স্ত্রী এখন চিকিৎসা না করে আবার বাংলাদেশে চলে যাবেন। গাড়ি চালকের বিরুদ্ধে কঠোর শাস্তিও দাবি জানায় দম্পতি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!