Sunday, December 22, 2024
বাড়িরাজ্যভিলেজ কমিটির নির্বাচন নিয়ে আই.পি.এফ.টি -র বৈঠক

ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে আই.পি.এফ.টি -র বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুন : অস্তিত্ব সংকটে রেখেই ভিলেজ কমিটির নির্বাচনের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে সরকার শরিক আই.পি.এফ.টি দল। শনিবার রাজধানীর দশরথ অডিটোরিয়াম হলে রাজ্য সম্মেলনের করে ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে আলোচনা করেন দলের নেতৃত্ব। বৈঠকে পৌরহিত্য করেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং। তিনি বৈঠকে পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বৈঠকে আলোচনা করেন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের বর্তমান অবস্থান নিয়ে।

তিনি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, পাহাড়ে এখনো আইপিএফটি পার্টি কোন ভাবে দুর্বল নয়। পুরোপুরি শক্তিশালী রয়েছে। আর শক্তিশালী বলেই ৩৩ টি সাব ডিভিশন কমিটি রয়েছে। এবং এগুলি পুরোপুরি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে বলে জানান। তিনি আরো বলেন, ভিলেজ কমিটির নির্বাচনের জন্য ইতিমধ্যে রণকৌশল তৈরি করা হয়েছে। যে রণকৌশল তৈরি করা হয়েছে, সেটা কিভাবে কার্যকরী করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেম কুমার রিয়াং। আয়োজিত বৈঠকে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, কে.কে জমাতিয়া সহ অন্যান্যরা। এদিন বৈঠকের আগে প্রয়াত দলীয় নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা শুরু হয়। এখন দেখার বিষয় আগামী দিনের দলের অস্তিত্ব কতটা পাহাড়ে তুলে ধরতে সক্ষম হয় সরকার শরিক আইপিএফটি দলের নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য