Sunday, December 22, 2024
বাড়িরাজ্যমেগা ক্যারিয়ার কার্নিভাল ২০২৪ -এর উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

মেগা ক্যারিয়ার কার্নিভাল ২০২৪ -এর উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুন : শনিবার হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ স্থিত ইন্ডোর হলে মধুরূপা মেমোরিয়াল সেন্টার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেগা ক্যারিয়ার কার্নিভাল ২০২৪ অনুষ্ঠিত হয়। আয়োজিত কার্নিভালে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, বিগত দিনের তুলনায় রাজ্যে বর্তমানে উচ্চশিক্ষায় অনেক পরিবর্তন এসেছে। উন্নত হচ্ছে উচ্চ শিক্ষা ব্যবস্থা।

 তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্যোগে রাজ্যের ডেন্টাল কলেজ স্থাপন হয়েছে। এ সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে গুণগত শিক্ষার দিকে। এবং আগামী দিনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ত্রিপুরাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। অনুষ্ঠানে উপস্থিত পদ্মশ্রী ডা. পুরুষোত্তম ধাদীচিকে মঞ্চে বসিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, ত্রিপুরাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যাতে মার্গ দর্শন করেন। পরে মন্ত্রী সুশান্ত চৌধুরী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে সফলতা অর্জন করবে বলে অভিমত ব্যক্ত করেন। আয়োজিত অনুষ্ঠানে দেশের মোট কুড়িটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে। যাতে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ গড়ার ফোকাস তৈরি করতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য