Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যঅতিথি অধ্যাপক, অধ্যাপিকাদের চাকরির নিশ্চয়তা দাবি

অতিথি অধ্যাপক, অধ্যাপিকাদের চাকরির নিশ্চয়তা দাবি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুন : অতিথি অধ্যাপক, অধ্যাপিকাদের চাকরির নিশ্চয়তা করা, প্রতিমাসে তাদের মজুরি মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে ত্রিপুরা গেস্ট লেকচারারস্ এসোসিয়েশন বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, রাজ্যের মহাবিদ্যালয় গুলির মধ্যে শূন্যপদ থাকার পরেও সরকারের নিয়োগের কোন উদ্যোগ নেই। অতিথি অধ্যাপক ও অধ্যাপিকা দ্বারা রাজ্যের কলেজগুলি সচল রয়েছে। কিন্তু তাদেরই দীর্ঘ বছর ধরে বঞ্চনার শিকার হতে হচ্ছে। তাদের প্রতি মাসেও মিলছে না বেতন।

এবং ক্লাস প্রতি তাদের মিলছে মাত্র ৫০০ টাকা। প্রতিমাসে তাদের মজুরি হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। কিন্তু সেই টাকাও প্রতি মাসে মিটিয়ে দেওয়া হচ্ছে না। ফলে তারা কলেজে গাড়ি ভাড়া দিয়ে আসতে বেকাদায় পড়তে হয়। তাদের আরো বক্তব্য যে টাকা তাদের দেওয়া হচ্ছে, সে টাকা দিয়ে সংসার পরিচালনা করা তো দূরের কথা, প্রতিদিন কলেজে এসে টিফিন পর্যন্ত খেতে পারে না। উচ্চশিক্ষিত হয়ে তারা আজ এই সমস্যায় পড়ে গলদগম হয়ে পড়ছে। রাজ্যে প্রায় তিন শতাধিকের অধিক অতিথি অধ্যাপক প্রতিনিয়ত দাবি জানালেও তাদের সমস্যার কোন সমাধান হচ্ছে না। এ সমস্যা কবে শেষ হবে সেটাও তারা বলতে পারছে না। এছাড়াও আরেকটি বড় বিষয় হলো তাদের কাজের কোন নিশ্চয়তা নেই। প্রতি বছর তাদের পরীক্ষার মুখোমুখি হয়ে এই অনিশ্চয়তার চাকরি করে যাচ্ছে। এ সমস্যা দেশে বিভিন্ন রাজ্যে সমাধান করা হলেও ত্রিপুরা রাজ্যে সমস্যার সমাধান করার জন্য কোন ধরনের উদ্যোগ লক্ষ্য করা হচ্ছে না। এই অবস্থায় থেকে তারা জীবন নিয়ে হতাশায় ভুগছে। কি হবে তাদের ভবিষ্যৎ? এদিন সরকারের দিকে এ প্রশ্ন দাঁড় করায় অতিথি অধ্যাপকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য