Tuesday, October 22, 2024
বাড়িখেলাপ্রয়োজনে ‘আরমানি স্যুটে দাগ লাগাতেও সমস্যা নেই’ ইতালির

প্রয়োজনে ‘আরমানি স্যুটে দাগ লাগাতেও সমস্যা নেই’ ইতালির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ জুন: আলবেনিয়ার বিপক্ষে স্বস্তির জয়ে ইউরো শুরুর পর এবার সামনে এগিয়ে যাওয়ার পালা ইতালির। তবে দ্বিতীয় ম্যাচে তাদের সামনে শক্তিশালী স্পেন। প্রতিপক্ষের শক্তিমত্তা মাথায় রেখেই নিজেদের সুন্দর-সাবলীল খেলা ধরে রাখতে চান ইতালির কোচ।তবে ম্যাচের প্রয়োজনে নিজেদের খেলার ধরন বদলে নিতেও প্রস্তুত থাকার বার্তা দিয়ে রাখলেন লুসিয়ানো স্পালেত্তি। এই প্রসঙ্গে পরিধেয় বস্ত্রের বিশ্বখ্যাত ব্র্যান্ড জর্জিও আরমানির উদাহরণ দিলেন তিনি।বৃহস্পতিবার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে ইতালি ও স্পেন। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে আপাতত টেবিলের শীর্ষে স্পেন। আর আলবেনিয়ার বিপক্ষে শুরুতে গোল খেলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ইতালি।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের জয়ী দল পেয়ে যাবে দ্বিতীয় রাউন্ডের টিকেট। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কাজটি সহজ হবে না জানেন ইতালির কোচ। তবু নিজেদের গোছানো ও সুন্দর ফুটবল খেলার ধারা ধরে রাখা পক্ষে তিনি।“আমরা জর্জিও আরমানি পরি এবং জর্জিও আরমানি সারা বিশ্বে পরিচিত। আমরা একই স্যুট পরব, একই থাকার চেষ্টা করব। অবশ্যই আমরা নিজেদের মতো করে খেলার চেষ্টা করব।”প্রয়োজন পড়লে ভিন্ন পথে হাঁটতেও অবশ্য দ্বিতীয়বার ভাববেন না স্পালেত্তি।“বিশ্বের সবচেয়ে শক্তিশালীর দলগুলোর একটির বিপক্ষে নিজেদের সামর্থ্য বিচার করব। আমরা সেখানে সুন্দর কাপড় পরে উপস্থিত থাকব। তবে প্রয়োজনে পরিধেয় বস্ত্র ময়লা করতেও প্রস্তুত থাকব।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য