স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : নীট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক ছাত্র সংগঠনগুলি আওয়াজ তুলছে। কারণ এত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি সাধারণভাবে দেখতে চাইছে না ছাত্র সংগঠনগুলি।
কারণ এর উপর নির্ভর করে বহু ছাত্রের ভবিষ্যৎ। এদিকে শেষ পর্যন্ত নীট-ইউজি ২০২৪ -এর পরীক্ষার কেলেঙ্কারির সি.বি.আই তদন্তের দাবিতে সরব হল শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতি বিদ্যার্থী পরিষদ। সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান নীট-ইউজি ২০২৪ এর পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস হয়ে গিয়েছিল। অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হয়েছে। তাই পুনঃরায় নীট-ইউজি ২০২৪ এর পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ।