স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : আসন্ন দুর্গা পুজাকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে রাজধানীর দশমীঘাট। দুর্গাপূজা শেষে এই দশমীঘাটে আগরতলা শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা প্রতিমা বিসর্জন দিয়ে থাকে। তাই পুজাকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এই বছরও দশমীঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।
দশমীঘাট সরজমিনে পরিদর্শন করেন সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা। তিনি জানান দশমীকে সামনে রেখে দশমীঘাট পরিষ্কার করা হচ্ছে। তাছাড়াও দশমীঘাটে লাইটের ব্যবস্থা করা হবে। আগরতলা শহর ও তার আশপাশের সকল দশমীঘাট গুলিকে পরিষ্কার করা হবে বলে জানান তিনি। কিন্তু তারপরও প্রতিবছর দশমী কে কেন্দ্র করে দেখা দেয় হুলুস্থুল। কারণ মহকুমাশাসকের পরিদর্শন পরেও একাধিক ত্রুটি থাকে দশমী ঘাট এলাকায়। প্রশাসনিকভাবে তেমন কোনো সহযোগিতা পায়নি বলে চলে পুজো উদ্যোক্তারা। এবং একাধিক ত্রুটির কারণে বাদে ঝামেলা। এখন দেখার বিষয় মহকুমা প্রশাসন চলতি বছর কতটা কর্মযজ্ঞ করতে সক্ষম হয়।