Friday, May 23, 2025
বাড়িরাজ্যহেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার লিভার কন সম্মেলনের আয়োজন

হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার লিভার কন সম্মেলনের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : আগামী ৭ থেকে ৯ জুন পর্যন্ত সপ্তম হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার লিভার কন এবং পঞ্চম পদ্মা, গঙ্গা, গোমতি ইন্টারন্যাশনাল লিভির সম্মেলন অনুষ্ঠিত হবে। আগরতলা হাঁপানিয়া স্থিত ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে তিন দিনব্যাপী হবে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত থাকবেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা। বৃহস্পতিবার ইন্দ্রনগর স্থিত হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা তথা চিকিৎসক প্রদীপ ভৌমিক। তিনি আরো জানান, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই কনফারেন্সে ডাক্তাররা যোগদান করবেন। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ নেপাল ও বাংলাদেশ থেকেও চিকিৎসকরা উপস্থিত থাকবেন বলে জানান চিকিৎসক প্রদীপ ভৌমিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!