স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : এন এস ইউ আই পক্ষ থেকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া পরেও এস সি, এস টি পোস্ট গ্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা প্রদান করা হয় নি। কিন্তু আগামী ১২ সেপ্টেম্বর থেকে সার্বজনীন দুর্গাপূজা। স্কলারশিপ এখন পর্যন্ত প্রদান না করা আর্থিক সঙ্কটে পড়ে ছাত্রছাত্রীরা ভুগছে। কিন্তু শেষ পর্যন্ত সরকারকে হুঁশিয়ারি দিয়ে নিজে পিছু পা হাটলেন এন এস ইউ আই নেতা সম্রাট রায়।
রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ৪৮ ঘন্টার সময় বেঁধে দেওয়া হলেও স্কলার্শিপ পায়নি ছাত্রছাত্রীরা। জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জামাতিয়ার সাথে কথা বলেছেন ছাত্রছাত্রীরা। তিনি আশ্বস্ত করেছেন রবিবারের মধ্যে স্কলারশিপের টাকা পেয়ে যাবে ছাত্রছাত্রীরা। যাই হোক এমনিতেই পাহাড়ে আর্থিক সংকট চলছে। তার উপর দিয়ে স্কলারশিপ না পেয়ে ছাত্রছাত্রীরা বেকাদায় পড়েছে দুর্গাপূজার প্রাকমুহুর্তে। কিন্তু এখন আর হাতে সময় নেই। শহরের জারি রয়েছে ১৪৪ ধারা। তাই এই মুহূর্তে সার্বজনীন দুর্গাপূজার পরিবেশ যাতে নষ্ট না হয় তার জন্য কোন ধরনের আন্দোলন করা হবে না। তবে ইতিমধ্যে যদি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান না করা হয়, তাহলে দূর্গা পূজার পর বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান সম্রাট রায়। ছাত্র-ছাত্রীদের নিয়ে কোনোরকম রাজনীতি চলবে না। বিগত দিনের মতো ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নামবে বলে জানান তিনি।