Thursday, May 22, 2025
বাড়িরাজ্যরাজ্যে পান ও সুপারি চাষীরা ক্ষতির সম্মুখীন : পবিত্র কর

রাজ্যে পান ও সুপারি চাষীরা ক্ষতির সম্মুখীন : পবিত্র কর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : শুক্রবার রাজধানীর মেলার মাঠ স্থিত কৃষক ক্ষেতমজুর ভবনে সারা ভারত কৃষক সভা অনুমোদিত পান ও সুপারি চাষী সমিতির রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আট জেলার প্রতিনিধিগণ। বৈঠকের পর ক্ষেতমজুর ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, পান ও সুপারি চাষিরা আজ ক্ষতির সম্মুখীন।

২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পান ও সুপারি চাষিরা কোন ধরনের সরকারি সহযোগিতা পায়নি। কিন্তু পান ও সুপারি চাষের সাথে জড়িত রয়েছে রাজ্যের ২৫ হাজার পরিবার। তাই আজকে বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৩ দাবি সরকারের উদ্দেশ্যে তোলা হবে। তার মধ্যে মূল দাবি গুলি হল পান চাষীদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা, সরকারি উদ্যোগে পান চাষে সহায়তা করা, রেগা প্রকল্পের নতুন পান বরজ গড়ে তোলা, ঝড় ও প্রাকৃতিক বিপদে ক্ষতিগ্রস্ত পান চাষীদের সহায়তা করা, সুপারি চাষ সম্প্রসারণে দপ্তরে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এবং উন্নত মানের সুপারিশ ছাড়া দপ্তর থেকে বিনামূল্যে চাষীদের বিতরণ করা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!