Saturday, May 17, 2025
বাড়িরাজ্যরাস্তার পাশে ফেলে রাখা নির্মাণ সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালাল টাস্ক ফোর্স

রাস্তার পাশে ফেলে রাখা নির্মাণ সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালাল টাস্ক ফোর্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ মে : রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রেখে ড্রেইনের জল নিষ্কাশনের ব্যবস্থা রুখে দিচ্ছে শহরের কিছু সুবিধাবাদী জনগণ। এর বিরুদ্ধে বুধবার অভিযান চালালো আগরতলা পুর নিগম। আগরতলা নেতাজি চৌমুহনী এলাকায় চলে এই অভিযান। সুবিধাবাদীদের বিরুদ্ধে জরিমানা করা হয়। পাশাপাশি নির্মাণ সামগ্রী তুলে নেয় আগরতলা পুর নিগম। এ বিষয়ে আগরতলা পুর নিগমের এক কর্মী জানান, দীর্ঘদিন ধরে আগরতলা শহরের কিছু মানুষ রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রেখে বহুতল পাকা ভবন নির্মাণ করছে।

কিন্তু নির্মাণ সামগ্রী রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে জল নিষ্কাশনের ড্রেইন বন্ধ হয়ে যাচ্ছে। গত দুদিনের বৃষ্টিতে দেখা গেছে যেসব এলাকাতে বিগত দিনে জল জমে নি সেসব এলাকাতেও জল জমেছে। হাতেগোনা দু একজনের জন্য তীব্র দুর্ভোগের শিকার হয়েছে গোটা এলাকাবাসী সহ পথচারীরা। আগরতলা শহরে বনমালীপুর, নেতাজির চৌমুহনি, রামনগর, কৃষ্ণনগর, ধলেশ্বর সহ বিভিন্ন এলাকার মানুষ এই দুর্ভোগের শিকার হয়েছে। তাই আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযান চালিয়ে রাস্তার ড্রেইন বন্ধ করে দেওয়ার সাথে জড়িত সুবিধাবাদী মানুষদের বিরুদ্ধে কঠোর আইনির পদক্ষেপ গ্রহণ করার। সে অনুযায়ী বুধবার অভিযান চালিয়ে নেতাজি চৌমুহনি এলাকার মার্টিন রেসিডেন্সি সহ বেশ কয়েকটি বাড়ি ঘরের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের নির্মাণ সামগ্রীগুলি রাস্তার পাশ থেকে তুলে নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত রাখবে নিগমের টাস্ক ফোর্সরা বলে জানান আধিকারিক তরুণ সরকার। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় নির্মাণ সামগ্রী রাস্তার পাশে ফেলে রেখে সরকারি রাস্তা অনেকটা অংশ দখল করে রাখছে এই সুবিধাভোগী মানুষরা। নিগমের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখলে অভিযান চালিয়ে সেগুলি তুলে নেওয়া হবে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি পরবর্তী সময়। তাই দাবি উঠছে শহরের অলি গলিতে এ ধরনের অভিযান নিয়মিত জারি রাখার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!