Sunday, January 5, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনায় আহত ২

দুর্ঘটনায় আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : আবারো বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ২ যুবক। ঘটনা বিশালগড় থানাধীন চেলিখলা আড়ালিয়া বাড়ি এলাকায়। জানা যায়, বিশালগড় চেলিখলা আড়ালিয়া বাড়ি এলাকায় দ্রুত গতিতে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ে বাইকে থাকা নাইমুল হোসেন ও বাপন মিয়া নামের দুই যুবক গুরুতর ভাবে আহত হয়।

স্থানীয়রা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। আহত যুবকদের যখন গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের রাজধানীর জিবি হাসপাতালে রেফার করেন। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার প্রায় দেড় ঘন্টা পরেও ঘটনাস্থল পরিদর্শন করতে যায়নি বিশালগড় থানার পুলিশ বলে অভিযোগ। ফলে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য