Wednesday, May 21, 2025
বাড়িরাজ্যব্যাংকের পরীক্ষা সূচি বাতিলের দাবিতে বিক্ষোভ এ আই ডি এস ও -র

ব্যাংকের পরীক্ষা সূচি বাতিলের দাবিতে বিক্ষোভ এ আই ডি এস ও -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : আসামের ডিমহাসাও -তে দুর্ঘটনাগ্রস্ত রাজ্যের বেকার যুবক-যুবতীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, রাজ্যের যুবক যুবতীদের স্বার্থে সকল পরীক্ষা কেন্দ্র রাজ্যে করা সহ বিভিন্ন দাবিতে সরব হয় এ আই ডি ওয়াই ও  এবং এ আই ডি এস ও। শুক্রবার রাজধানীর বটতলা এলাকায় এই কর্মসূচি থেকে তারা ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলেন।

 এ আই ডি এস ও রাজ্য সভাপতি ভবতোষ দে জানান, গত নভেম্বর মাসে ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছিল ১৫৬ টি শূন্য পদে নিয়োগ করা হবে। তারপরেই প্রায় ১৯ হাজারের অধিক যুবক-যুবতী ফর্ম পূরণ করে। তারপরে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সকলের জন্য রাজ্যে পরীক্ষা কেন্দ্র করতে পারে নি। আসাম, শিলচর, ডিব্রুগড় সহ বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করে। সেখানে পরীক্ষা দিতে যাওয়ার সময় গত ১ মে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় রাজ্যের এক যুবকের। এবং আহত হয়েছে ৩০ জন। এর মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। এর জন্য দায়ী ব্যাংক কর্তৃপক্ষ। রাজ্যের বাইরে পরীক্ষা কেন্দ্র করা না হলে এই ঘটনা সংঘটিত হতো না। আজকে এর প্রতিবাদে দাবি করা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে রাজ্যে করতে হবে। দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবক দীপরাজ দেববর্মার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আরো দাবি জানান যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!