স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মার্চ : পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতী সিং দেববর্মা খুনের মামলায় অভিযুক্ত। এই অভিযোগটি তুলেছেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব সুদীপ রায় বর্মন। রবিবার পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং -এর সমর্থনে কমলপুরে গিয়ে এক জনসভায় তিনি বলেন, তিপ্রাসাদের বিক্রি করে দিয়ে ছত্রিশগড় থেকে বোনকে নিয়ে এসে পূর্ব ত্রিপুরার বিজেপি -র প্রার্থী করেছে ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন।
প্রদ্যোত কিশোর দেববর্মণ তিপ্রাসাদের বিক্রি করে তার বোনের স্বার্থ সুরক্ষিত করেছে। সেটা অনেকেই জানে না কিভাবে কৃতী সিং দেববর্মা স্বার্থ সুরক্ষিত করেছে। কিন্তু কৃতী সিং দেববর্মা ও তার বোনের জামাতাকে একটি খুনের ঘটনা থেকে বাঁচানোর জন্য বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে। তাদের ভোট দেবে জনগণ? এই প্রশ্ন করলেন জনগণের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মন। তাদের জনগণ মেনে নেবে না। এই ঠগবাজ ও প্রতারকদের আসন্ন নির্বাচনে উচিত শিক্ষা দেওয়ার জন্য বলেন সুদীপ রায় বর্মন।