Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যদুটি বুলেরো গাড়ি থেকে আটক ৯ টি মহিষ, গ্রেপ্তার ২

দুটি বুলেরো গাড়ি থেকে আটক ৯ টি মহিষ, গ্রেপ্তার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ :  মহিষ বোঝাই দুইটি বুলেরো গাড়ি সহ পুলিশের হাতে আটক দুই ব্যক্তি। জানা যায় রবিবার ভোরে ধর্মনগরের আনন্দবাজার এসপিও নাকা চেকিং পয়েন্টে মহিষ বোঝাই দুইটি বুলেরো গাড়ি ধরা পড়ে। TR-05C-1618 এবং TR-05F-1797 নাম্বারের গাড়ি দুইটি ধর্মনগর থেকে কৈলাশহরের উদ্দেশ্যে যাচ্ছিল।

 আনন্দবাজার এসপিও ক্যাম্পের সামনে নাকা পয়েন্টে গাড়ি দুটিকে সন্দেহজনক আটক করা হয়। গাড়ি দুইটিতে তল্লাশি চালানোর সময় মোট ৯ টি মহিষ উদ্ধার করা হয়। একই সাথে আটক করা হয় দুই জনকে। ধৃতরা হল রাজিব উদ্দিন, বয়স ১৯ বছর এবং পার্থসারথি দাস, বয়স ২৩ বছর। দুই জনই পানিসাগর মহকুমার বাসিন্দা। পড়ে মহিষ সহ গাড়ি দুইটিকে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয়। ধর্মনগর থানার এক পুলিশ অফিসার জানান রবিবার ভোর ৫ টা নাগাদ মহিষ বোঝাই গাড়ি দুইটিকে আটক করা হয়। পুলিশ একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য