স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ মার্চ : কানাডায় আগুনে পুড়ে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতির। নিহত দম্পতির নাম রাজীব ওয়ারিকু (৫১) এং শিল্পা ওয়ারিকু (৫১)। মৃত্যু হয়েছে দম্পতির কিশোরী কন্যা মেহেকেরও। গত ৭ মার্চ কানাডার অন্টারিওতে ঘটনাটি ঘটে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করে। স্থানীয় পুলিশের অনুমান, বাড়িতে আগুন লাগার কারণে মৃত্যু হয়েছে ওই পরিবারের সদস্যদের। যদিও সেই আগুন কী ভাবে লাগল, তা নিয়ে ধন্দে পড়েছেন তদন্তকারীরা।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়ারিকু পরিবারে আগুন লাগার ঘটনা ‘সন্দেহজনক’। আগুন লাগার সময় তাঁদের বাড়িতে আরও কেউ ছিলেন কি না, তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত ওই পরিবার অন্টারিওর ব্রাম্পটনের ভ্যান কার্ক ড্রাইভ এলাকায় বসবাস করত। গত ৭ মার্চ এক প্রতিবেশী তাঁদের বাড়িতে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পৌঁছয় দমকলও। এর পরেই আগুন নিভিয়ে দেহাবশেষ উদ্ধারের কাজে লাগেন দমকলকর্মীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণও খুঁজে বার করতেও তৎপর হয়েছেন তদন্তকারীরা।