Friday, October 18, 2024
বাড়িরাজ্যশুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা

শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : শনিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। দুপুর বারোটা থেকে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার পর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরি আগরতলা শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

বিদ্যুৎ, পানীয় জল, নিরাপত্তা ব্যবস্থা সহ সমস্ত কিছু পরীক্ষা কেন্দ্র গুলোতে সঠিকভাবে রয়েছে কিনা এর খোঁজ খবর নেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৭৩২ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ১৮৭ জন। কন্টিনিউড পরীক্ষার্থীর সংখ্যা ৩১৫ জন। কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৬ জন। এক্সটার্নাল পরীক্ষার্থীর সংখ্যা ১৭৪ জন। এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা ৩০ জন। পরীক্ষার সেন্টার সহ ভেন্যু রয়েছে ১৪৫ টি। পরীক্ষা কেন্দ্রগুলিতে নিয়ম-শৃঙ্খলা অনুযায়ী পরীক্ষা চলছে। তিনি আরো জানান কারোর যদি কোন সমস্যা হয় তাহলে পর্ষদের সাথে যোগাযোগ করার জন্য। প্রশ্নপত্র ভালো হয়েছে। ছাত্রছাত্রীরা প্রশ্ন হাতে পেয়ে খুশি। পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছে নিরাপত্তার ব্যবস্থা। নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্র গুলোতে শুরু হয়েছে পরীক্ষা। প্রথম দিন মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রিতিকর ঘটনার খবর নেই। প্রথম দিন পরীক্ষা হয় নির্বিঘ্নে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য