স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ জানুয়ারি : কারা দপ্তরে এলডিসি পদে চাকুরি প্রাপ্য ৫ জনের হাতে অফার লেটার তুলে দেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। শুক্রবার মহাকরণে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই অফার লেটার গুলি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রী সান্তনা চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন আইজি প্রিজন অভোলা রমেশ রেড্ডি সহ অন্যান্যরা।
কারা দপ্তরে এলডিসি পদে চাকুরী প্রত্যাশী ৫ জনের হাতে অফার লেটার তুলে দিয়ে মন্ত্রী সান্তনা চাকমা জানান এইদিন ৫ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি দিনটি ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই এইদিন ৫ জনের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। অফার লেটার প্রাপকদের উদ্দেশ্যে বলেন তারা যেন দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে