Wednesday, January 15, 2025
বাড়িজাতীয়টহলে বেরিয়ে ল্যান্ডমাইনে পা, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে মৃত এক জওয়ান

টহলে বেরিয়ে ল্যান্ডমাইনে পা, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে মৃত এক জওয়ান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জানুয়ারি: পুরনো ল্যান্ডমাইনের উপর পা দিতেই বিপত্তি। প্রাণ হারালেন এক জওয়ান। আহত আরও দু’জন। জম্মু ও কাশ্মীরের নওশেরায় নিয়ন্ত্রণ রেখার কাছে এই ঘটনা ঘটেছে।

সেনা জওয়ানেরা নিয়ন্ত্রণ রেখার কাছে ওই এলাকায় টহল দিতে বার হয়েছিলেন। তখন মাটির নীচে পোঁতা ল্যান্ডমাইনের উপর অজান্তেই পা দেন এক জওয়ান। তাতে বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হন ওই জওয়ান। পরে তাঁর মৃত্যু হয়। তাঁর দুই সহকর্মী জওয়ানও আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।

সেনাবাহিনীর তরফে মৃত জওয়ানের নাম প্রকাশ করা হয়নি। আহতদের এখনও চিকিৎসা চলছে।

গত বছরের শেষ থেকে রাজৌরিতে বার বার জঙ্গি হামলা হয়েছে। আক্রান্ত হয়েছেন জওয়ানেরা। ডিসেম্বরের শেষে রাজৌরি সীমান্তের কাছে সেনার ট্রাকে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল পাঁচ জওয়ানের। অভিযানে অংশ নিতে যাচ্ছিলেন ওই জওয়ানেরা। তখনই ওই ট্রাক লক্ষ্য করে ছুটে আসে গ্রেনেড, গুলি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য