স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জানুয়ারি : সোমবার প্রায় ১৮ লক্ষাধিক টাকার বিলিতি মদ উদ্ধার হয় মুঙ্গীয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, বহি:রাজ্য থেকে কয়লা বোঝাই এন এল ০১ এ জি ১৪৮২ নম্বরের একটি লরি মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকাতে আসার পর পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়।
তল্লাশি চালানোর পর দেখা যায় অভিনব ভাবে কয়লার নীচে ৪৬৩ কার্টুন বিলেতি মদ পাওয়া যায়। পুলিশ গাড়ির চালক এবং সহ চালককে আটক করেছে। পুলিশ অভিযুক্ত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে তাদের সাথে কারা জড়িত হয়েছে এটা এখন কতটা বের হয়ে আসে সেটাই দেখার।