স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ডিসেম্বর : শনিবার সাতসকালে রাস্তার পাশের ড্রেইন থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ। বিলোনীয়া মহকুমার রতন পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন রাস্তার পাশের ড্রেইন থেকে উদ্ধার হয় মৃতদেহটি। মৃত ব্যক্তির নাম অমৃত ত্রিপুরা। মৃতদেহের পাশ থেকে একটি বাইসাইকেলও উদ্ধার হয়। অমৃত ত্রিপুরার মৃত দেহে কোন আঘাতের চিহ্ন নেই।
শনিবার সকালে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে অমৃত ত্রিপুরাকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর অমৃত ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দমকল বাহিনীর এক কর্মী জানান মৃত অমৃত ত্রিপুরার বাড়ি রতনপুর এলাকায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাস্তা দিয়ে বাইসাইকেল নিয়ে বাড়িতে যাওয়ার সময় অমৃত ত্রিপুরা রাস্তার পাশে ড্রেইনে পড়ে যায়। এবং তার মৃত্যু হয়। এখন দেখার পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে।