Friday, November 22, 2024
বাড়িপ্রযুক্তিএবার কি তবে মাইক্রোসফটের পথেই হাঁটছে সনি?

এবার কি তবে মাইক্রোসফটের পথেই হাঁটছে সনি?

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি।  এবার বুঝি মাইক্রোসফটের দেখানো পথেই হাঁটছে সনি। সম্প্রতি গেইম নির্মাতা ‘বাঞ্জি’ কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপানের শীর্ষ প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

তিনশ’ ৬০ কোটি ডলারে ‘বাঞ্জি ইনকের্পারেটেড’ কিনতে যাচ্ছে সনি ইন্টার‌্যাকটিভ এন্টারটেইনমেন্ট। জনপ্রিয় ‘হেলো’ ফ্র্যাঞ্চাইজের শুরুটা হয়েছিল বাঞ্জির হাত ধরে। আরেক জনপ্রিয় গেইম ‘ডেস্টিনি’র নির্মাতাও ওই একই প্রতিষ্ঠান।বাঞ্জি সনি’র প্লেস্টেশন পরিবারের অংশ হতে যাচ্ছে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বলা হচ্ছে, বাজারের প্রতিদ্বন্দ্বীরা যখন নিজস্ব গেইম স্টুডিও-র সক্ষমতা বাড়াচ্ছে, তখন নিজের অবস্থানও আরো শক্তিশালী করতে চাইছে জাপানের টেক জায়ান্ট।গেইমিং কনসোল বাজারের শীর্ষ অবস্থান দুটি অনেক দিন ধরেই দখলে রেখেছে সনি ও মাইক্রোসফট। কিন্তু বরাবরই সনি’র প্লেস্টেশন থেকে পিছিয়ে থেকেছে মাইক্রোসফটের এক্সবক্স। জানুয়ারি মাসে প্রায় সাত হাজার কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার ঘোষণা দিয়ে সেই দৃশ্যপট যেন পাল্টে ফেলার ইঙ্গিত দিয়েছিল সনি।

এই প্রসঙ্গে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাম্পিয়ার অ্যানালাইসিস কর্মী পিয়ার্স হার্ডিং-রোলস বলছেন, “যদিও এটি সনি’র সবচেয়ে বড় ক্রয়গুলোর একটি, মাইক্রোসফট যে পরিমাণ অর্থ খরচ করছে, সেটা থেকে বোঝা যায় যে এই খাতে প্রতিযোগিতা কতো বেশি।”মজার বিষয় হচ্ছে এক সময়ে মাইক্রোসফটের অধীনেই ছিল ‘বাঞ্জি’। ২০০৭ সালে আলাদা হয়ে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছিল এটি। মাইক্রোসফটের অধীনে থাকা অবস্থায় ‘হেলো’ ভিডিও গেইম সিরিজটি নিয়ে কাজ করেছিল প্রতিষ্ঠানটি।বাঞ্জি এখন ‘ডেস্টিনি ২’ গেইমটি নিয়ে কাজ করতে নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে রয়টার্স। গেইমটির সাবেক প্রকাশক অ্যাক্টিভিশন ব্লিজার্ড।

মহামারী চলাকালীন কদর বেড়েছে ভিডিও গেইমের। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক অধিগ্রহণ চুক্তির ফলে পিসি, কনসোল আর মোবাইল গেইমিং বাজারের দূরত্ব ক্রমশ ছোট হয়ে আসছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।এমন পরিস্থিতিতে থেমে নেই সনি। ভিডিও গেইম নির্মাতা ‘ভালকিরি এন্টারটেইনএমন্ট’ এবং ‘রিটার্নাল’ নির্মাতা ‘হাউজমার্ক’ আগেই কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি।“বাঞ্জি চুক্তিটি প্লেস্টেশনের পরিধি বাড়িয়ে আরো বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার কৌশলের গুরুত্বপূর্ণ ধাপ,” মন্তব্য করেছেন সনি কর্পোরেশনের প্লেস্টেশন বিভাগ প্রধান জিম রায়ান।সনি ইন্টার‌্যাকটিভ এন্টারটেইনমেন্ট-এর অধীনে স্বাধীন ইউনিট হিসেবে কাজ করবে বাঞ্জি। প্রধান নির্বাহীর পদে থাকবেন পিট পার্সনস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য