স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ ডিসেম্বর : ৫ ডিসেম্বর তথা মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় বৈদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষ উদযাপন করা হয়। প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।
তিনি বলেন, বৈদ্যনাথ মজুমদার যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে গেছেন তা আজকের দিনেও প্রাসঙ্গিক। আগামী দিনে তাঁর কর্মজীবনের আদর্শগুলি দ্বারা বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আয়োজিত অনুষ্ঠানের এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।