স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ ডিসেম্বর: কানাডার সরকারি গণমাধ্যম দ্য কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) ৬০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার সিবিসি জানিয়েছে, ডিজিটাল নিউজ আউটলেটে প্রতিযোগিতা ও টেলিভিশন বিজ্ঞাপনের রাজস্ব হ্রাসের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তারা মোট কর্মীর ১০ শতাংশ বা ৬০০ জনকে ছাঁটাই করবে।সিবিসি বলেছে, এই ছাঁটাই প্রক্রিয়া শিগগির শুরু হবে। আগামী ১২ মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) ক্যাথেরিন টেইট এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা অনেক বছর ধরে আমাদের ব্যবসায় গুরুতর কাঠামোগত পতনকে সফলভাবে পরিচালনা করেছি, কিন্তু এখন আর কর্মী ছাঁটাই করা ছাড়া কোনো উপায় নেই।’জানা গেছে, সিবিসির ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেটওয়ার্ক থেকে ২৫০ জন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রেডিও কানাডা থেকে ২৫০ জন, টেকনিশিয়ান ও অন্যান্য সহায়তাকর্মী থেকে ১০০ জনসহ মোট ৬০০ জনকে ছাঁটাই করা হবে।
এক বিবৃতিতে বলা হয়েছে, এ ছাড়া অতিরিক্ত ২০০টি শূন্য পদও বাদ দেওয়া হবে। পাবলিক ব্রডকাস্টার আগামী অর্থবছরের জন্য ইংরেজি ও ফরাসি প্রোগ্রামিং বাজেটও কমিয়ে দেবে। এর ফলে নবায়ন ও অধিগ্রহণ হ্রাস পাবে, নতুন টেলিভিশন সিরিজ হবে এবং বিদ্যমান শোগুলো সম্প্রচার হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও মূল সিরিজ অনেক কম হবে।এর ফলে কোম্পানি ৯ কোটি ২৩ লাখ মার্কিন ডলার বাজেটের ঘাটতি পূরণ করার সুযোগ পাবে। রেডিও কানাডার শ্রমিক ইউনিয়ন কর্মী ছাঁটাইয়ের বিষয়টিকে সম্প্রচারকারী এবং তথ্যপ্রবাহের জন্য একটি ‘অন্ধকার দিন’ বলে অভিহিত করেছে।টেলিভিশন বিজ্ঞাপনের আয় কমে যাওয়ায় সিবিসি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত অক্টোবরের শুরুর দিকে সিবিসি ঘোষণা করেছিল, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নতুন পদ সৃষ্টি স্থগিত করা হয়েছে। যাঁরা চাকরি ছেড়ে দিয়েছেন, ওই পদে আর নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে না।