স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ নভেম্বর : গোপন খবরের ভিত্তিতে ভোরের আলো ফোটার আগেই নির্দিষ্ট স্থানে গিয়ে তিন বাহিনীর জোয়ানরা উলুখলা পাহাড়ি গ্রামে হানা দিয়ে সাড়ে ১৪ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিয়েছে।
এ নিয়ে যাত্রাপুর থানা এলাকায় চলতি মৌসুমে চতুর্থ দফায় যথেষ্ট গাজা বাগান ধ্বংস করে পুলিশ। পুলিশ অফিসার সংবাদ কর্মীকে জানান,আরক্ষা দপ্তরের স্পষ্ট নির্দেশ যে কোন মূল্যেই থানা এলাকায় গাঁজা বাগান নির্মূল করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে নাকি দেওয়ালির উৎসবের পরেই শুরু হয়ে যায় গাজা বাগান ধ্বংসলীলা।ঘটনা,১৫ ই নভেম্বর কাঠালিয়া ব্লক এলাকার থলি বাড়ি ভিলেজের উলুখলা গ্রামে।
যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত দেবনাথ সকালবেলায় একান্ত সাক্ষাতে জানান তিনি নিজে সহ পুলিশ ইন্সপেক্টর অরুপ দেববর্মা,সাব ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, সাব ইন্সপেক্টর তপন দাস, বিএসএফ এর ৬৯ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন ব্রিজেশ যাদব, বনদপ্তর এর ফরেস্টার সহ ৩ বাহিনী মিলে সর্বসাকুল্য ২৭ জন জোয়ান ২ ঘন্টা অভিযান চালিয়ে নির্বিঘ্নে গাঁজা বাগান থেকে থানায় ফেরত আসে।তিনি জানিয়েছেন এ জাতীয় অভিযান আগামী দিনেও চলতে থাকবে।