স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ নভেম্বর : ধর্মনগরের ব্রাউন সুগার মামলার অভিযুক্ত ওয়াজিব মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করল ধর্মনগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, ৬ অক্টোবর গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে খোকন নমশূদ্র নামে এক ব্যক্তিকে ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল।
তার কাছ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। সেই মামলার অপর আসামি ছিল ওয়াজিদ মিয়া। বয়স ৩৮ বছর। কিন্তু সে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে ওয়াজিদ মিয়া নিজ বাড়ি অর্থাৎ পশ্চিম চন্দ্রপুরের ২ নং ওয়ার্ডে রয়েছে। সেই খবরের উপর ভিত্তি করে ধর্মনগর থানার পুলিশ এবং টি এস আর জওয়ানরা বৃহস্পতিবার তার বাড়িতে অভিযান চালিয়ে ওয়াজিদ মিয়াকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওয়াজিদ মিয়া যে ব্রাউন সুগারের ব্যবসার সাথে জড়িত রয়েছে তা স্বীকার করে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ড চেয়ে পাঠিয়েছে ধর্মনগর থানার পুলিশ।