স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : রাজধানীর ভোলাগিরি আশ্রমের গোপাল ছাত্রাবাসে শুক্রবার শিশুদের বস্ত্র দান করা হয়। উপস্থিত ছিলেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, আশ্রমের মহারাজ বাসু দেবানন্দ দাস।
স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে বলেন, সার্বজনীন দুর্গাপূজায় বস্ত্র দান করার সংস্কৃতি বহুদিন ধরে চলে আসছে। দুর্গাপূজার কয়েকটা দিন সকলে যাতে আনন্দে পুজো কাটাতে পারে তার জন্য এই বস্ত্র দান করা হয়। সেই উদ্দেশ্য নিয়ে আজকে ছাত্রাবাসে বস্ত্র দান করা হয়েছে। পাশাপাশি শিশুদের মধ্যে খাবার তুলে দেওয়া হয়েছে। এদিকে প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস জানান, স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে -র একটি সামাজিক সংস্থা রয়েছে। কল্যাণী দে ফাউন্ডেশন নামে এই সামাজিক সংস্থা প্রায়ই বিভিন্ন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম সহ গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ এবং খাবার বিতরণ করে। তার জন্য আজকে বস্ত্র দান অনুষ্ঠানে স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ ধরনের দানের মানসিকতা সকলের মধ্যে থাকা জরুরি। তাহলে উৎসব আরও বেশি আনন্দ মুখরিত হয়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন প্রাক্তন বিধায়ক।