স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ অক্টোবর : ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ৩৬ তম বোর্ড অফ ডাইরেক্টর মিটিং অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। গীতাঞ্জলী ট্যুরিজম গেস্ট হাউসে আয়োজিত এইদিনের মিটিং-এ উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্যরা। মিটিং-এ এইদিন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান পর্যটন ক্ষেত্রকে ঢেলে সাজিয়ে ভারতের পর্যটন মানচিত্রে ত্রিপুরা যেন স্থান করে নিতে পারে, সেই লক্ষ্যে কাজ শুরু করে দেওয়া হয়েছে। এইদিনের মিটিং-এ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিগত মিটিং-এ গ্রহণ করা সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে তা নিয়ে পর্যালোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর সহযোগিতায় রাজ্যের পর্যটন ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তিনি আশা ব্যক্ত করেন সহসাই বিশ্বের পর্যটন মানচিত্রে ত্রিপুরা রাজ্য স্থান করে নেবে। তিনি আরো বলেন পূজার পরে ত্রিপুরার পর্যটন নিগমের ব্যান্ড এম্বাসেডর তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী রাজ্যে আসবেন। কিভাবে ত্রিপুরার পর্যটনকে বিকাশের শিকরে নিয়ে পৌঁছানো যায় সে বিষয়টা তিনি খতিয়ে দেখবেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন নিগমের আধিকারিকেরা।