স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : শুদ্ধিকরণের নাম করে নাবালিকা মেয়েকে খুন করার অভিযোগ উঠল সাব্রুমে বিজেপি নেতা বিপ্লব সেনের বিরুদ্ধে। জানা যায় মেয়েটি গত কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের একটি যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তারপর মেয়েটিকে সঠিক দিশা দেখাতে তার মা-বাবা সাব্রুমের শুদ্ধিকরণে ভর্তি করায়।
সেই শুদ্ধিকরণের মালিক বিজেপি নেতা বিপ্লব সেন আশ্বস্ত করেছিলেন ১৫ বছর বয়সী এই নাবালিকা মেয়েটিকে সুস্থ করে তুলবে। কিন্তু ভর্তি করানোর তিন দিনের মাথায় মেয়েটি নাকি ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে। মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জয়নগর এলাকায় বাসিন্দা এই নাবালিকা মেয়েটি গত কয়েকদিন জীবন যুদ্ধে লড়াই করে শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। নাবালিকা মেয়েটি শংকরাচার্য বিদ্যানিকেতনের ছাত্রী ছিল। নাবালিকা মেয়েটি মার অভিযোগ, মেয়েটিকে শুদ্ধিকরণে ভর্তি করানোর পর বিপ্লব সেন মেয়েটিকে দিয়ে ফোন করে প্রেমিককে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে নিয়ে আসে। তারপর মেয়েটির পরিবারের লোকজনেরা খবর পেয়ে ছুটে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তারপর বিজেপি নেতা বিপ্লব ও তার স্ত্রী মিলে মেয়েটিকে খুন করার চেষ্টা করে। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেয়েটির। এবং তাদের সাথে জড়িত রয়েছে অরুণ নামে এক ব্যক্তি বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় খুনের মামলা করবে বলে জানান নাবালিকা মেয়েটি মা।