Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যউত্তর জেলার সফরে গিয়ে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস সহ বাগবাসা থানার উদ্বোধন...

উত্তর জেলার সফরে গিয়ে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস সহ বাগবাসা থানার উদ্বোধন করেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : বৃহস্পতিবার একগুচ্ছ পরিকল্পনা নিয়ে উত্তর জেলা সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। বাঘবাসা পূর্ণাঙ্গ পুলিশ স্টেশনের উদ্বোধনের পর তিনি চলে যান জয়পুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে নব নির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী।

সেখান থেকে তিনি চলে যান কালাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের শিলান্যাস করতে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু শর্মা, রাজ্য টি.আই.ডি.সি -র চেয়ারম্যান নবাদুল বণিক, ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, উত্তর জেলা শাসক নাগেশ কুমার বি, উত্তর জেলা শিক্ষা অধি কর্তা সনৎ কুমার নাথ এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। বৃক্ষে জল দানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী।

পরে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ছাত্র ছাত্রীরা ভবিষ্যতের কারিগর। তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর। তাদের প্রকৃত শিক্ষাদানের জন্য যা যা দরকার তা সরকার করে চলেছে। যে দ্বিতল ভবনের  কাজ শুরু হচ্ছে তাতে প্রায় নয় কোটি টাকা ব্যয় করা হবে। ১৯৪৯ সালে এই বিদ্যালয়টি পথ চলা শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানেন উত্তর-পূর্বাঞ্চলের উন্নতি না হলে সারা ভারতবর্ষের উন্নতি হওয়া সম্ভব নয়। তাই সরকার শিক্ষা ক্ষেত্রে এবং যোগাযোগ মাধ্যমে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। পরে মুখ্যমন্ত্রী উত্তর জেলায় আরো একটি পুলিশ ফাঁড়ি পূরাঙ্গ থানা রূপে আত্মপ্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বাগবাসা থানার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতবর্ষের যে ২৮ টি রাজ্য রয়েছে তার মধ্যে আইন-শৃঙ্খলার দিক দিয়ে পাঁচটি রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য স্থান করে নিয়েছে। ২০২৩ এর নির্বাচন থেকে রাজ্যের আইন শৃঙ্খলা প্রভূত উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আইন শৃঙ্খলার অবনতি করে এই সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় না। উপনির্বাচনে বিরোধীরা ভেবেছিল আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হবে, কিন্তু কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিন যাদব লাল দেবনাথ নিজ খরচে এই পুলিশ স্টেশনকে একটি ইকো গাড়ি প্রদান করেছেন সরকারের কাজ ত্বরান্বিত হওয়ার জন্য। মুখ্যমন্ত্রী বলেন এ পুলিশ স্টেশনের এলাকায় মানব পাচার বন্ধ করতে বড় ভূমিকা নেবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য