Friday, October 18, 2024
বাড়িরাজ্যউপনির্বাচনের আগে আবারও নয়া কৌশল মথার

উপনির্বাচনের আগে আবারও নয়া কৌশল মথার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : অবশেষে বক্সনগর ও ধনপুর কেন্দ্রের উপ নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করলো তিপ্রা মথা দল। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন তিপ্রা মথা দলের কাছে উপনির্বাচন তেমন গুরুত্ব নয়। গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি আদায় করা তিপ্রা মথা দলের লক্ষ্য। ধনপুর ও বক্সনগর কেন্দ্রের সিপিআইএম প্রার্থীকে তিপ্রা মথা দল সমর্থন করা প্রশ্নই আসে না। কারন তারা সিপিআইএম দলের প্রার্থী।

 যদি জোটের প্রার্থী হতো তাহলে পৃথক বিষয় ছিল। বক্সনগর ও ধনপুর কেন্দ্রের তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবে। দলীয় ভাবে নির্দিষ্ট কোন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দলের কর্মী সমর্থকদের উপর দলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা দল বক্সনগর ও ধনপুরে মূল প্রতিদন্ধি ছিল না। কিন্তু তিপ্রা মথা দলের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। কেউ বলেছে লাল মথা, আবার কেউ বলেছে বিজেপির দালাল। কিন্তু এইবার লড়াই হচ্ছে সিপিআইএম ও বিজেপির মধ্যে। তিপ্রা মথা উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার মানে হচ্ছে তিপ্রা মথা দলের বিরুদ্ধে উঠা অভিযোগের যোগ্য জবাব বলে জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতার সাথে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের সভাপতি বিজয় রাঙ্খল, তিপ্রা মথা বিধায়ক রনজিৎ দেববর্মা সহ দলের অন্যান্য বিধায়ক ও নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য