স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে দামছড়া নাকা পয়েন্টে শনিবার সকাল দশটায় একটি বোলেরো গাড়ি আটক করা হয়। পরে পুলিশ গাড়িটি তল্লাশি চালিয়ে একশো কৌটা হেরোইন আটক করতে সক্ষম হয়। যার ওজন এক কেজি ৩০০ গ্রাম।
যার কালো বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। হিরোইনের পাশাপাশি আসামের করিমগঞ্জ জেলার খলিল উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বলেরো গাড়িটিকে পুলিশ নিজেদের কব্জায় নিয়ে এসে তদন্ত শুরু করেছে। পুলিশ এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে।