Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যপ্রদেশ কংগ্রেস ভালো চলছে না : বীরজিৎ

প্রদেশ কংগ্রেস ভালো চলছে না : বীরজিৎ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ আগস্ট : প্রদেশ কংগ্রেসের ভালো অবস্থা চলছে না। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ফিশারম্যান কমিটির উদ্যোগে একদিনের এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আবারো এই কথা বললেন বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। গত বিধানসভা নির্বাচনের সময় ৪৭ টি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিল না। প্রার্থীর জন্য প্রত্যাশিত নেতৃত্ব হতাশায় রয়েছে।

আরো বলেন উপ-নির্বাচনে দুটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস কিভাবে লড়াই করবে তার জন্য বর্তমান পরিচালন কমিটিকে ফর্মুলাও বেঁধে দিয়েছিলেন তিনি। কিন্তু বিজেপিকে পরাস্ত করতে এই ফর্মুলাতে এগিয়ে যায়নি কমিটি। সুতরাং বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য থাকলে সেই ফর্মুলা অনুসরণ করা দরকার ছিল প্রদেশ কংগ্রেসের কমিটির। পাশাপাশি সুদীপ রায় বর্মন জাতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হওয়ার বিষয়ে কতটা কংগ্রেসের উন্নতি হবে তা ভবিষ্যৎ বলতে পারবে। সাংবাদিকদের আরো একটি প্রশ্নোত্তরে একথা বললেন তিনি। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এইদিনের কর্মশালায় বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, পিছিয়ে পড়া রাজ্য গুলির মধ্যে একটি হল ত্রিপুরা। রাজ্যের সকল অংশের মানুষের উন্নয়ন করতে চাইলে রাজ্য সরকার দেশের সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করতে পারে।  ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা মানে সকল অংশের মানুষের কাছে সরাসরি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য