Tuesday, October 22, 2024
বাড়িবিশ্ব সংবাদবিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার, ডুসেলডর্ফের ১৩ হাজার মানুষ ঘরছাড়া

বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার, ডুসেলডর্ফের ১৩ হাজার মানুষ ঘরছাড়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ আগস্ট: জার্মানির ডুসেলডর্ফে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা উদ্ধার হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি ওই বোমার ওজন প্রায় ৫০০ কেজি। বোমাটি যুদ্ধের সময় ফেলা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। এত দিন পর বোমাটি উদ্ধার হওয়ায় স্থানীয় মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বোমাটি উদ্ধার করেছেন। বোমাটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। তবে এর আগে প্রায় ১৩ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।ডুসেলডর্ফের প্রশাসন জানিয়েছে, কোনো কারণে বোমাটি বিস্ফোরিত হলে মানুষজনের যাতে কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পাশাপাশি একাধিক রাস্তাও বন্ধ করে দিয়েছে পুলিশ।বন্ধ করা হয়েছে কয়েকটি ট্রামের রাস্তা। সব রাস্তায় গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। দূরপাল্লার কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে।সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, বোমাটি বিস্ফোরিত হলে ভয়াবহ কাণ্ড হবে। তাই সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।জার্মানিতে এর আগেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের বোমা উদ্ধার হয়েছে। ২০২০ সালে ফ্রাঙ্কফুর্টে যুক্তরাজ্যের তৈরি একটি বোমা উদ্ধার হয়েছিল। সেখান থেকে তখন স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য