স্যন্দন ডিজিটেল ডেস্ক,৫ আগস্ট: ইউক্রেইন সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় আলোচনায় চীনের ইউরেশিয়া-বিষয়ক বিশেষ দূত লি হুই অংশ নেবেন।শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে।এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, “ইউক্রেইন সংকটের রাজনৈতিক সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করে যাওয়ার জন্য চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।”ইউক্রেইন ও পশ্চিমা কূটনীতিকরা আশা করছেন, চলতি সপ্তাহান্তে জেদ্দায় এই বঠকে ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে ভবিষ্যত শান্তির জন্য মূল নীতিমালায় একমত হবেন।
বৈঠকটি রাশিয়াকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, তিনি আশা করছেন, এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠায় তার প্রস্তাবিত ১০ দফা ফর্মূলার ভিত্তিতে এই শরতেই বিশ্বব্যাপী দেশগুলোর নেতাদের একটি ‘শান্তি সম্মেলনের’ সুযোগ করে দেবে।চীন যদি ইউক্রেইনের শান্তি প্রস্তাবকে সমর্থন করলে তা কিইভ ও পশ্চিমাদের জন্য সৌদি আরবের বৈঠকে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। করণ, ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে চীন। ইউক্রেইনে আগ্রাসনের নিন্দা জানানোর আন্তর্জাতিক আহ্বানও চীন প্রত্যাখ্যান করেছে।জুনের শেষ দিকে কোপেনহেগেনে আগের একটি আলোচনায়ও চীনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দেশটি তাতে যোগ দেয়নি।