Sunday, December 22, 2024
বাড়িরাজ্যউল্টো রথ দুর্ঘটনায় মৃত্যু আরো ১

উল্টো রথ দুর্ঘটনায় মৃত্যু আরো ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই : কুমারঘাট মহকুমায় উল্টো রথ দুর্ঘটনায় শুক্রবার মৃত্যু বেড়ে হলো ১০ জন। নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিল্লির একটি সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় রুমা ঘোষ নামের গৃহবধূর। গত ২৮ জুন ঘটেছিল সেই দুর্ঘটনা। সেই মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল রুমা ঘোষের ছোট মেয়ে।

 মেয়ের পর এবার মায়ের মৃত্যুতে কুমারঘাট জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এর আগে গত ২৫ জুলাই চিকিৎসারত অবস্থায় দিল্লিতে মৃত্যু হয়েছিল দ্রৌপদী মালাকার নামে এক মহিলার। এদিন মৃতদেহ সৎকার স্হলে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং তিনিই প্রথম অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সম্প্রতি আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতায় দিল্লি পাঠিয়েছিলেন। কিন্তু এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে তার কোন সাড়া শব্দ নেই। মর্মান্তিক ঘটনার পর একটাই দাবি উঠেছিল সুষ্ঠু তদন্তের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য