Sunday, December 22, 2024
বাড়িবিশ্ব সংবাদঅস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৯ জুলাই: যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলীয় মহাসাগরে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর (এডিএফ) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এ কারণে শনিবার এ যুদ্ধ মহড়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হেলিকপ্টারটি এ মহড়ায় অংশ নেওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ৮৯০ কিলোমিটার উত্তরে হ্যামিলন্টন দ্বীপের কাছে হেলিকপ্টারটি পানিতে পড়ে গিয়ে বিধ্বস্ত হয়, এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।  শনিবার সকালে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস জানিয়েছেন, নিখোঁজ এমআরএইচ-৯০ হেলিকপ্টার ও এর চার ক্রুর খোঁজে ওই এলাকায় অভিযান চলছে।  ‘টালিসম্যান সেইবার’ সামরিক মহড়ার পরিচালক ব্রিগেডিয়ার ডামিয়ান হিল জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর থেকে মহড়া বন্ধ রাখা হয়েছে।

মহড়ায় অংশগ্রহণকারী সেনাদের তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য ও পরিস্থিতির বিষয়ে তাদের অবহিত করার জন্য মহড়ায় সাময়িক বিরতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।টালিসম্যান সেইবার মূলত অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া হলেও আরও ১১টি দেশ এবং ৩০ হাজারেরও বেশি সেনা এতে অংশ নিচ্ছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধির মধ্যে নিজেদের ঐক্য ও শক্তি প্রদর্শনে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো এ মহড়ার আয়োজন করেছে।অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় আকাশ ও স্থল যুদ্ধের অনুশীলনসহ উভয়চর যান থেকে স্থলে নামার অনুশীলনও করা হচ্ছে।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য