Sunday, May 18, 2025
বাড়িরাজ্যদেশ এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করছে বাস্তুকাররা : প্রতিমা

দেশ এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করছে বাস্তুকাররা : প্রতিমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : রবিবার আগরতলা সুকান্ত একাডেমিতে এসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার অফ ত্রিপুরার পঞ্চম দ্বি-বার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রদীপ প্রজ্বলন করে তিনি অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বিশ্বের মধ্যে ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়ন করতে বড় ভূমিকা নিচ্ছে বাস্তুকাররা।

এর জন্য তাদের ভূমিকা অপরিসীম। তাই বাস্তুকারদের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন দেশে যখন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার হয়েছিল তখন অর্থনীতির দিকে বিশ্বের মধ্যে ভারত বর্ষ একাদশ স্থানে ছিল। তারপর সেটা আরো এগিয়ে ষষ্ঠ স্থান পর্যন্ত এসেছে। কিন্তু এর প্রচার প্রসার হয়নি। যখন বিশ্বের মধ্যে ভারত বর্ষ পঞ্চম স্থানে এসেছে তখন সারা বিশ্ব ভারত বর্ষকে কুর্নিশ জানিয়েছে। কারণ ২০০ বছর দেশের মানুষকে গোলাম করে রেখেছিল তাদের ডিঙিয়ে অর্থাৎ ইংল্যান্ডকে পিছে ফেলে ভারতবর্ষ পঞ্চম স্থান দখল করেছে। কিন্তু বর্তমানে পঞ্চম স্থানে থাকলে আগামী দিনে ভারত বর্ষ তৃতীয় স্থান দখল করার জন্য লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী মার্গ দর্শনে কাজ করে চলেছে। আর সেই জায়গায় যেতে বাস্তুকাররা সবচেয়ে বেশি সহযোগিতা করবে বলে জানান প্রতিমা ভৌমিক। সময়ের কাজ সময়ে করা সম্ভব হচ্ছে একমাত্র বাস্তুকারদের জন্য। এমনকি তারা সরকারের সাবকা সাথ সাবকা বিকাশে চিন্তা ধারা সামনে রেখে কাজ করে চলেছে। দেশ এবং রাজ্যের উন্নয়ন আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলর প্রাক্তন সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!