স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : গত ২৪ ঘন্টায় ১৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ৪১৬০ জনের নমুনা পরিক্ষা হয়। তবে মৃত্যু হয়নি কারোর। দৈনিক সংক্রমণের দিকে প্রথম থেকে পশ্চিম জেলা শীর্ষ স্থান দখল করে আছে। পশ্চিম জেলায় নতুন করে ৯৩ জন সংক্রমিত হয়।
সিপাহীজলা জেলায় ১৪ জন, খোয়াই জেলায় ১ জন, গোমতি জেলায় ১২ জন, দক্ষিণ জেলায় ৯ জন, ধলাই জেলায় ৪ জন, ঊনকোটি জেলায় ১৩ জন, উত্তর জেলায় ৮ জন। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৭০ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৪৪৪ জন। সুস্থ হয়েছে মাত্র ৩৯ জন। লাফিয়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে সচেতন মহলে। রাজ্য জুড়ে ফের বাড়ছে করোনার উদ্বেগ। ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি প্রবেশপথে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জাড়ি করা এক নির্দেশে বলা হয়েছে এমবিবি বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, চুড়াইবাড়িতে আগত যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট থাকা সত্বেও করাতে হবে কোভিড টেস্ট। বাড়ন্ত সংক্রমণের কারণেই এই সিদ্ধান্ত।