Friday, November 22, 2024
বাড়িরাজ্যকসবা কালী বাড়িতে যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী

কসবা কালী বাড়িতে যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জানুয়ারি : গত বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর পাঞ্জাবের কংগ্রেস সরকার জঘন্যতম কান্ড সংগঠিত করেছে। দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। এই ঘটনার ধিক্কার নিন্দা জানাচ্ছে বিজেপি-র কার্যকর্তারা।

 তারই অঙ্গ হিসাবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে সমগ্র রাজ্যব্যাপী। শুক্রবার কমলাসাগর স্থিত কসবা কালী বাড়িতে যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি-র সহ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তারা।

প্রধানমন্ত্রীর যাতে কোন ক্ষতি না হয়। কুচক্রীদের নজর যাতে না লাগে তাঁর জন্য বিভিন্ন মন্দিরে সমবেত হয়ে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে বলে জানান বিজেপি-র সহ সভাপতি রাজীব ভট্টাচার্য। এতে বিভিন্ন সাধু সন্তরাও অংশ গ্রহণ করেন বলে জানান তিনি। মোদী আছে বলেই দেশবাসী সুরক্ষিত। গরীব অংশের মানুষ সুবিধা পাচ্ছে। কৃষকরা সুরক্ষিত। আগে পাঞ্জাবে খালিস্তানি ও পাকিস্তানিরা ভারত বর্ষে ঢুকে সৈন্যদের মাথা কেটে নিয়ে যেত। এখন ভারতবর্ষের সৈন্যরা পাকিস্তানে ঢুকে জঙ্গীদের নিকেশ করে। এই সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যজ্ঞের আয়োজন বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য