Monday, May 19, 2025
বাড়িখেলাম্যাচ হেরে ক্ষুব্ধ ও বিরক্ত বার্সা কোচ বললেন, ‘কোনো অজুহাত নেই’

ম্যাচ হেরে ক্ষুব্ধ ও বিরক্ত বার্সা কোচ বললেন, ‘কোনো অজুহাত নেই’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৭ এপ্রিল: লা লিগায় বুধবার রায়ে ভাইয়েকানোর মাঠে ২-১ ব্যবধানে হেরে যায় বার্সেলোনা।চার বছর পর লিগ শিরোপা জয়ের পথে এখনও অনেকটা এগিয়ে তারা। আপাতত বিপদের শঙ্কাও খুব একটা নেই। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটি পড়ে আছে অনেকটা পেছনে। কিন্তু ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচে দলের পারফরম্যান্সে প্রচণ্ড চটেছেন বার্সেলোনা কোচ।
“আমরা মোটেও ভালো খেলতে পারিনি। একটুও স্বস্তিতে ছিলাম না মাঠে। ওদেরই (রায়ো ভাইয়েকানো) তাড়না ছিল বেশি, দারুণ আগ্রাসী ছিল ওরা এবং আমাদেরকে খেলতে দেয়নি নিজেদের খেলাটা। আমরা খেলার ধরন বুঝে উঠতেই পারিনি, লম্বা পাসগুলোর অপব্যবহার করেছি।”“কিছু সুযোগ আমরা তৈরি করতে পেরেছি বটে। তবে তা কাজে লাগাতে পারিনি। এরপর ওদের দ্বিতীয় গোল আমাদেরকে অনেকটাই ছিটকে গিয়েছে ম্যাচ থেকে। কোনো অজুহাত নেই। রায়োর জয় প্রাপ্যই ছিল।”ম্যাচের ফলাফলের চেয়ে শাভি বেশি হতাশ দলের ভেতর লড়াইয়ের মানসিকতা না দেখে।“আমার চাওয়া লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া। কোচ হিসেবে আমি ক্ষুব্ধ, কারণ যতটা লড়াই করা উচিত ছিল, আজকে আমরা তা করতে পারিনি। এখানে জেতা কখনোই সহজ নয়, অনেক দলই এখানে হেরেছে।”এই ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। শিরোপা জয়ের দিকেও আরেকধাপ এগিয়ে যেতে পারত তারা। প্রতিপক্ষ দলগুলি ছন্দে নেই বলে বার্সেলোনার অবস্থান এখনও পোক্ত। ৭ ম্যাচ বাকি রেখে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে তারা। সম্ভাবনাও দারুণ উজ্জ্বল তাদের। কিন্তু শেষের আগে যে কিছুই শেষ নয়, তা মনে করিয়ে দিয়ে দলকে সাবধান করে দিলেন শাভি।
“এখন আমাদের শনিবারের ম্যাচ নিয়ে ভাবতে হবে। দলের জন্য বার্তাটি পরিষ্কার, এখনও অনেক পথ বাকি। এখনও কিছুই শেষ হয়নি। আমরা লা লিগা জিতে যাইনি। অনেকবার এটা বলেছি আমি। লিগ জিততে অনেক কিছু এখনও করতে হবে আমাদের। প্রতিপক্ষের মাঠে প্রতিটি ম্যাচ মনে হচ্ছে যুদ্ধের মতো।”“(রিয়াল) মাদ্রিদ ম্যাচ হেরে চেলেছে, আতলেতিকোর অনেক কষ্ট হচ্ছে জিততে। কিন্তু আমরা হেরে গেলাম। এই পরাজয় আমাদেরকে নুইয়ে দিচ্ছে এবং খুবই বিরক্ত হয়েছি। আজকে আমরা পুরোপুরি ব্যর্থ। প্রচণ্ড হতাশা নিয়ে আমরা মাঠ ছেড়েছি, কারণ সামনে এগোনোর বড় এক সুযোগ আমরা হাতছাড়া করেছি।”শনিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে লড়বে বার্সেলোনা। ডিফেন্ডার রোনালদ আরাউহোর আশা, চেনা আঙিনায় নিজেদের দর্শকদের সামনে ঘুরে দাঁড়াবে দল।“রায়ো দারুণ একটি ম্যাচ খেলেছে। জয় তাদের প্রাপ্য। আমরা আজকে প্রত্যাশামতো খেলতে পারিনি। তবে ভালো ব্যাপার হলো, লিগে এখনও আমরা অনেকটা এগিয়ে এবং পরের দুই ম্যাচ খেলব আমরা ঘরের মাঠে। এখন আমাদের ঘরের মাঠে ভালো করার পালা।”

“আমরা মোটেও ভালো খেলতে পারিনি। একটুও স্বস্তিতে ছিলাম না মাঠে। ওদেরই (রায়ো ভাইয়েকানো) তাড়না ছিল বেশি, দারুণ আগ্রাসী ছিল ওরা এবং আমাদেরকে খেলতে দেয়নি নিজেদের খেলাটা। আমরা খেলার ধরন বুঝে উঠতেই পারিনি, লম্বা পাসগুলোর অপব্যবহার করেছি।”“কিছু সুযোগ আমরা তৈরি করতে পেরেছি বটে। তবে তা কাজে লাগাতে পারিনি। এরপর ওদের দ্বিতীয় গোল আমাদেরকে অনেকটাই ছিটকে গিয়েছে ম্যাচ থেকে। কোনো অজুহাত নেই। রায়োর জয় প্রাপ্যই ছিল।”ম্যাচের ফলাফলের চেয়ে শাভি বেশি হতাশ দলের ভেতর লড়াইয়ের মানসিকতা না দেখে।“আমার চাওয়া লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া। কোচ হিসেবে আমি ক্ষুব্ধ, কারণ যতটা লড়াই করা উচিত ছিল, আজকে আমরা তা করতে পারিনি। এখানে জেতা কখনোই সহজ নয়, অনেক দলই এখানে হেরেছে।”এই ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। শিরোপা জয়ের দিকেও আরেকধাপ এগিয়ে যেতে পারত তারা। প্রতিপক্ষ দলগুলি ছন্দে নেই বলে বার্সেলোনার অবস্থান এখনও পোক্ত। ৭ ম্যাচ বাকি রেখে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে তারা। সম্ভাবনাও দারুণ উজ্জ্বল তাদের। কিন্তু শেষের আগে যে কিছুই শেষ নয়, তা মনে করিয়ে দিয়ে দলকে সাবধান করে দিলেন শাভি।

“এখন আমাদের শনিবারের ম্যাচ নিয়ে ভাবতে হবে। দলের জন্য বার্তাটি পরিষ্কার, এখনও অনেক পথ বাকি। এখনও কিছুই শেষ হয়নি। আমরা লা লিগা জিতে যাইনি। অনেকবার এটা বলেছি আমি। লিগ জিততে অনেক কিছু এখনও করতে হবে আমাদের। প্রতিপক্ষের মাঠে প্রতিটি ম্যাচ মনে হচ্ছে যুদ্ধের মতো।”“(রিয়াল) মাদ্রিদ ম্যাচ হেরে চেলেছে, আতলেতিকোর অনেক কষ্ট হচ্ছে জিততে। কিন্তু আমরা হেরে গেলাম। এই পরাজয় আমাদেরকে নুইয়ে দিচ্ছে এবং খুবই বিরক্ত হয়েছি। আজকে আমরা পুরোপুরি ব্যর্থ। প্রচণ্ড হতাশা নিয়ে আমরা মাঠ ছেড়েছি, কারণ সামনে এগোনোর বড় এক সুযোগ আমরা হাতছাড়া করেছি।”শনিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে লড়বে বার্সেলোনা। ডিফেন্ডার রোনালদ আরাউহোর আশা, চেনা আঙিনায় নিজেদের দর্শকদের সামনে ঘুরে দাঁড়াবে দল।“রায়ো দারুণ একটি ম্যাচ খেলেছে। জয় তাদের প্রাপ্য। আমরা আজকে প্রত্যাশামতো খেলতে পারিনি। তবে ভালো ব্যাপার হলো, লিগে এখনও আমরা অনেকটা এগিয়ে এবং পরের দুই ম্যাচ খেলব আমরা ঘরের মাঠে। এখন আমাদের ঘরের মাঠে ভালো করার পালা।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!