কানপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রগতির স্বার্থে ডাবল ইঞ্জিনের সরকার দ্বিগুণ গতিতে কাজ করছে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কানপুর মেট্রোরেল প্রকল্পের বাকি অংশের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশে বর্তমানে যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, সেই সরকার অতীতের সমস্ত ক্ষতি পূরণ করতে বদ্ধপরিকর। আমরা দ্বিগুণ গতিতে কাজ করছি।” উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তর প্রদেশে আগে যাঁদের সরকার চলছিল, তাঁরা কখনই সময়কে গুরুত্ব দেননি। একবিংশ শতাব্দীতে উত্তর প্রদেশকে যে গতিতে এগিয়ে যাওয়া উচিত ছিল, সেই অমূল্য সময়, গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করেছে বিগত সরকারগুলি।”
প্রধানমন্ত্রী বলেছেন, “এখন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর প্রদেশে নির্মিত হচ্ছে। দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশে নির্মিত হচ্ছে, প্রথম আঞ্চলিক দ্রুত ট্রানজিট সিস্টেমটি উত্তর প্রদেশে তৈরি করা হচ্ছে এবং উত্তর প্রদেশ ডেডিকেটেড মালবাহী করিডোরের হাব হতে চলেছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা নিশ্চিত করেছে আমাদের সরকার। কানপুর মেট্রো প্রকল্প আমাদের সরকারের অধীনেই শুরু হয়েছে এবং আমরাই উদ্বোধন করেছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে আমরাই শুরু করেছিলাম এবং আমরাই উদ্বোধন করেছি।”