Friday, October 18, 2024
বাড়িবিশ্ব সংবাদচ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ঘটনায় লিভারপুলের কাছে ক্ষমা চাইল উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ঘটনায় লিভারপুলের কাছে ক্ষমা চাইল উয়েফা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৪ ফেব্রুয়ারি: পর্তুগালের সংসদ সদস্য তিয়াগো ব্রান্দাও রদ্রিগেসের নেতৃত্বে একটি স্বাধীন প্যানেল দীর্ঘ তদন্তের পর সোমবার ২২০ পাতার রিভিউ প্রকাশ করে, যেখানে অনেক জায়গায় উয়েফার ঘাটতির কথা উল্লেখ করা যায়।গত ২৮ মার্চ প্যারিসের স্তাদ দে ফ্রান্সে ওই ফাইনালে লিভারপুল সমর্থকদের অনেকে সময়মতো মাঠে প্রবেশ করতে পারেননি। অনেকটা দাঙ্গার মতো হয়ে যায় সেখানে। প্যারিসের পুলিশকে দেখা যায় কাঁদানে গ্যাস ছুড়তে, আক্রান্তদের মধ্যে ছিলেন নারী ও শিশুরাও। ফাইনাল ম্যাচটি শুরু হতে দেরি হয় ৩৬ মিনিট। ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতে নেয় ১-০ গোলে।উয়েফা ও ফরাসি কর্তৃপক্ষ আগে বলেছিল, টিকিট জালিয়াতির কারণে ওই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। লিভারপুল সমর্থকদের তাণ্ডবেই খেলা দেরিতে শুরু হয়েছিল বলে তখন দাবি করেছিল তারা। তবে রিভিউয়ে সেটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং উল্লেখ করা হয়েছে উয়েফার অব্যবস্থাপনার কথাই। অল্পের জন্য আরও বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে বলেও তুলে ধরা হয়েছে রিভিউয়ে।ফাইনালের আগের ঘটনা ও লিভারপুল সমর্থকদের দায় দেওয়া, দুটি নিয়েই ক্ষমা চেয়েছেন উয়েফা সাধারণ সম্পাদক থিওদোর থিওদরিদিস।“উয়েফা পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি তাদের কাছে, যারা এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন। বিশেষ করে, এমন একটি ম্যাচে, ক্লাব মৌসুমের চূড়ায় যে ম্যাচটি রূপ নেওয়ার কথা উদযাপনে।”“সুনির্দিষ্ট করে, লিভারপুল ফুটবল ক্লাবের সমর্থকদের প্রতি ক্ষমা প্রার্থনা করছি এজন্য যে, ম্যাচটি দেখতে গিয়ে তাদের অনেকের যে অভিজ্ঞতা হয়েছে এবং যে বার্তা ম্যাচের আগে ও ম্যাচ চলার সময় দেওয়া হয়েছে। সেখান থেকেই তাদেরকে অন্যায্যভাবে দায় দেওয়া হয়েছে ম্যাচ দেরিতে শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে ভূমিকা রাখায়।”আনুষ্ঠানিকভাবে প্রকাশের কয়েক ঘণ্টা আগেই এই রিভিউ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। এতেও আবার হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে লিভারপুল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য