Sunday, September 8, 2024
বাড়িবিশ্ব সংবাদভূমিকম্পে শুধু সিরিয়াতেই মারা গেছে ২৩৭ জন

ভূমিকম্পে শুধু সিরিয়াতেই মারা গেছে ২৩৭ জন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ফেব্রুয়ারি: শক্তিশালী ভূমিকম্পে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কমপক্ষে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬৩৯ জন। এক বিবৃতিতে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। হাসপাতাল সূত্রে এএফপির প্রতিবেদনে বলা হয়, তুর্কিপন্থী বিদ্রোহীদের এলাকাগুলোতেও আটজনের মৃত্যু হয়েছে।আজ সোমবার ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ–পূর্বাঞ্চলীয় তুরস্ক। ভূমিকম্পে প্রতিবেশী দেশ সিরিয়াও কেঁপে ওঠে।সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আলেপ্পো, লাতাকিয়া, হামা ও টারটাসে ৬৩৯ জন আহত এবং ২৩৭ জন নিহত হয়েছে।এর আগে একটি হাসপাতাল সূত্র এএফপিকে বলেছে, সিরিয়ায় তুর্কিপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। সব মিলে সিরিয়ায় ভূমিকম্পে ২৪৫ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে এএফপি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য