স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : এস টি জি টি পরীক্ষা গ্রহণ করে এখন চাকরি প্রদান করতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অনীহা দেখাচ্ছেন। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন এস টি জি টি পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য ছয় হাজার শূন্যপদ রয়েছে। কিন্তু শূন্য পদগুলি পূরণ করার জন্য শিক্ষামন্ত্রী কোন ভূমিকা নিচ্ছেন না।
এবং ফলাফল ঘোষণা করছেনা টি আর বি টি। অর্থ দপ্তরের অনুমোদনের জন্য শিক্ষামন্ত্রী ফাইল রিভিউ করছেন। কিন্তু এখন রিভিউ -এর কারণে ২৩০ জনের যে শূন্য পদ ছিল সেটাও বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। মন্ত্রী এ ধরনের ভূমিকা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে আরো জানান মন্ত্রীর এ ধরনের ভূমিকার জন্য তাদের প্রতিনিয়ত আন্দোলন করে যেতে হবে। এবং শিক্ষামন্ত্রীর কাছে দাবি করা হচ্ছে যাতে তারা সকলকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একসাথে নিয়োগ করা হয়। কিন্তু প্রশ্ন হলো শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছিল মাত্র ২৩০ জনের। সরকার যদি সকলকে নিয়োগ করতে চায় তাহলে আইন বহির্ভূত নিয়ম হবে। এতে করে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়ে যেতে পারে বলে অভিমত অনেকের। সকলকে নিয়োগ করতে গেলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে পুনরায় পরীক্ষার গ্রহণ করতে হবে। তাহলে হয়তো এই জটিলতা কাটবে। নাহলে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি এবং বেকার চাকরি প্রত্যাশী যুবক-যুবতীদের দাবি সবটার মধ্যে জল ঢেলে দেবে মনগড়া নীতি।