Friday, November 22, 2024
বাড়িরাজ্যচাঁদাবাজির দিন শেষ : প্রতিমা

চাঁদাবাজির দিন শেষ : প্রতিমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : রাজ্যের মধ্যে চাঁদাবাজি ও মধ্যস্থতা কারির দিন শেষ। এখন কাউকে চাঁদা দিতে হয় না। কমিশন খাওয়ার দিন অতীত। মানুষের একাউন্টে সরাসরি অর্থ প্রদান করছে সরকার। কোভিড সময় তার প্রমাণ পেয়েছে রাজ্যবাসী।

সিপিএম এর আমলে কেন্দ্র থেকে পাঠানো গরিব মানুষের অধিকারের উপর ভাগ বসানো হতো। দলীয় কার্যালয় থেকে স্ত্রীর হত মানুষের ওপর কত টাকা চাঁদা আদায় করা হবে । এটা এখন সম্ভব নয়। বৃহস্পতিবার আগরতলা পুরো নিগমের ৪৩ নং ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী মনিকা দাস দত্ত এর সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি আরো বলেন সরকার বিনামূল্যে সকলকে টিকা দিয়েছে। ৫ কেজি করে চাল গরীব মানুষের জন্য বিনামূল্যে প্রদান করা হয়েছে। এই চালের থেকে কোন বিজেপি কার্যকর্তা ভাগ বসায় নি। এটাই পরিবর্তনের নমুনা। তাই এই পরিবর্তনকে অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রেবতী মোহন দাস, প্রার্থী মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য